শেষ ভিড়ের ভাবটাই থাকে তাড়া খাওয়া গরু-ছাগলের মত…
কত কম সময়ে ঘরে ফেরা যায়
শর্টকার্টের রাস্তাও যেন ফুরোতেই চায় না
শরীরটাকেও  বোঝা মনেহয়
বস্তাবন্দী ঘোড়ার মত, জিনসমেত ...



কাঁচা আমের কষের মত জ্বালাতনকারী রৌদ্রদাহ

গ্রীষ্মের খটখটে ঝুলবারান্দার তারে
ফড়িং বসে দোলা দেয়

একই গামছা ঝুলে সারাদিন ধরে তারে

অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরও একরঙা শামিয়ানা ঝুলে
ছেঁড়া পাখির বাসার মত

অনুভূতিহীন