দড়িরঙা ঝাঁপিটি খুলে দিতেই শেষ অব্দি ছড়িয়ে
যায় শঙ্খের বন।
দূরত্বের সবই মেথিরঙ ,
একটি ফলসাগাছ ফলন্ত দেখলেই মনে হয়
এতটা নিষ্ঠুরতাও গ্রাস করে নি মেদিনী।
ঝিলপাখি নেচে যায় অক্ষিযুগলে
উপচে পড়া জখম সেরেও যায় ঘরোয়া উপচারে।
এক নিরুদ্দেশের প্রবণতা জাগিয়ে তোলা দুপুরে
ঝড়ের রোমাঞ্চকর প্রতীক্ষায় থেকে থেকে
গুলিয়ে ফেলা যায় সমস্ত ছাপরকমের নিষেধাজ্ঞা