ইদানিং মনেহয়
সব শেষ হয়ে গেছে অথবা
শুরুই হয় নি কিছু।

দুঃখদানি ভরে গেলে
প্রাচীন কোনো বৃক্ষের কাছে গিয়ে বসি নতশির
নৈঃশব্দে যেন চিরহরিৎ ব্যথার আরাধনা হয়

পূর্বজন্মের অভাববোধ থেকে ফিরে আসে
ফেরিওয়ালার ডাক-

রিক্ত,নিঃস্ব হয়ে গিয়েও
তোমাকে পাই নওয়াল
ঝরাপাতার স্বপ্নে
............


নওয়াল(উপহার,বরদান অর্থে)