মুক্তির জাবেদা নিয়ে উড়ে যাওয়া অসংখ্য পাখ-পাখালি...

ম্যানগ্রোভের দিকে তাকালে
কেউ ঘাস কিংবা নদী

যেতে যেতে
চোখে চোখ রেখে লিখে যাও উড়ো লিপি
কথা নয় শব্দ নয়
দরজা খুলছিল ভয়।
সান্ধ্য রঙের
বাদলাগন্ধে কিছুটা ক্ষয়,
ক্ষতি নেই কিছু

বাতাসও মুগ্ধ কি মন্ত্রে
না মন্ত্রমুগ্ধতায় বিচরণ করছে জানলো না তো কেউ

...............