১
যেদিন ঝড় উঠে,
ছাইয়ের মত ঝাপসা সব, দিগন্ত জলের মাঠ ...
শ্রাবণ বৃষ্টিতে দেখা দৃশ্যগুলো অস্পষ্ট হতে থাকলেও
মোহন সম্মোহনে,
পাঁজরের বিরহ সব জীবনে ঢুকে পড়ে অনুমোদন ছাড়াই
কোনো গুপ্ত দরজা দিয়ে ঢুকে বাঁ বুকে
অতীত প্রেমের স্মৃতিকে জানায় স্বাগত
২
আমি ঘুমিয়ে গেলে সাতজন্ম তপস্যাও আমার
ঘুমিয়ে পড়ে
এখন জাগাবার কেউ নেই মহাদেশে
প্রিয় জ্যোৎস্না নরম করে রেখেছে চারপাশ
জাতিষ্মর চন্দন
কাঠের বন
সেও যোজনব্যাপী জঙ্গলে…