ছোটোখাটো বৃষ্টি চেলোর সুরের মত শোনাচ্ছে, কাদের মন্ত্রগুপ্তি,
ফিস্‌ফাস্‌  কাঁচঘেরা অন্ধকারে ?
ঈশ্বর মানুষ তো এঁকেছেন, তার নোংরামি
মুছে ফেলেন নি

মাটির তৈরী উর্ণনাভ দেয়ালে,
জালে জড়িয়ে গেছি কখন টের পাই নি-
অন্যের বোনা
সাধাসিধে হওয়াটাই অমন
এক নয় বহু’কে সুযোগ করে দেওয়া।

-----------------------------------------