যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে
ইত্যবসরে
কিছু  লবণ দানাও জমা পড়েছে...
উদ্বাস্তু রোমে রোমে নুনের সমঝোতা এখন পুষিয়ে গেছে,
দিব্যি কাটে পথের দিন
পায়ে ঘুঙুর বেঁধে
প্রতিবেশ অহরহ বদলে যাওয়া,
এক জায়গা থেকে অন্য জায়গায় ...
ভবঘুরে জীবন ছোটে অপর জীবন থেকে রস সংগ্রহ করতে
প্রাপ্তি-অপ্রাপ্তি, নিষেধাজ্ঞা-অবহেলা এসব আমলে নিলে
মিলবে কি পরবর্তী ছায়ার আশ্রয়,শিবির?