১
মনের ভিতর চাপা পড়ে পড়েই মরে যাচ্ছে বাহারি কত কথা।
গতকাল যা কিছু ছিল,গত হল
ঠিকানা লেখার শ্রম
সুন্দরী অবিশগের মতই কল্পরচনায় এখন
চিঠির শূণেম শহর।
২
গত দুদিনের বৃষ্টিপাতে
আত্মঘাতী পাতারা কি জানে গাছটি তাদের কেউ ছিল না?
পারকিন্সন্সবেলায় না এলে বাপ-মায়েরা কি জানতেন
কতটা ব্রাত্য তারা আজ সন্তানের কাছে।
....