এমন মৃত্যু যেন কারো না আসে
কফিনগুলো বয়ে নিয়ে যাচ্ছে পয়মন্ত অভিশাপ
মৃতের পাশে কাঁদছেন তারা...
ডাক্তার ও নার্স যারা অক্লান্ত লড়ে যাচ্ছেন
দিনরাত এক করে
প্রাণের ভয় তুচ্ছ করে,
যারা সংক্রামিত দেহগুলো বয়ে নিয়ে ফেলছেন
কবরে
শ্রদ্ধাভাজনেষু
এদের মধ্যে ঈশ্বর দেখি আজ।