নতুন সম্পর্কে দমবন্ধ খাঁচা খুলে বেড়িয়ে আসে
নবীন পাখি
পুরনো বন্ধুত্বে ভাঁটির টান

আসলে রুপো জিতি,   সোনা হারিয়ে

আগে  চিঠি চালাচালি হত,
এখন শেয়ারচ্যাট, এস্এম্এস্
একটা খাঁচা এঁকে ঝুলিয়ে রাখে ইনবক্স
যার প্রয়োজন ঢুকে পড়ে তৎক্ষণাৎ

..................