তুষ্টিও মাতাল
গৃহস্থ দুপুরে প্রসাদটুকু পেলেই ঘুমঘোর

খুদে মাছিও ঘোরে পড়ে আছে গুড়ের বাতাসে ...


তোমার গালে দেখি বৃষ্টির সুখী ছাট যা দিয়ে
কয়েক অনুচ্ছেদ জীবন প্রশস্তি লিখে ফেলেছিলে

অথচ বাস্তবতা ছিল তার অন্য।

সবুজ মনসার কাছে বসে আছি,,ফনী ও কাঁটা আগলে
সেও আমাকে দেখে, তন্ময় এই মুহুর্ত্তগুলো ফলের মত
বীজধারণ করবে সময়ে



হিজলের কাঁচরঙ ঝরাপাতা যেখান থেকে উড়ে যায়
সেখানেই বিমানবন্দর, মফস্বলের অহিংসভ্রমণে গেলে শহুরেরা
সবুজ জীবনে  আগ্রহী হয় আরো আরো