১
প্রথম বর্ষায় মন
মানে না অনুশাসন
মর্মর পাতার গায়
জলের সুঁচ ফুটিয়ে যায়
ঘরে থাকা হল দায়
২
আলো-আঁধারি
সুরেলা শ্রাবণ ঝরে
অবুঝের পেন্সিল
এঁকে যায় প্রেমিকের ঠোঁট
বুক ভারী হয়ে আসে
৩
হেঁতালের ঝোপে
থেমে যায় কত কথা
হরিণীর পায়ে
লেগে থাকা বশ্যতা
ডেকে আনে পথিককে।
৪
সমাজ কাঁটাবন
নিভেছে পথের বাতি
ভীরু পায়ে মন
শিকারী আঙ্গন পেরোয়,
ফের মজে যায় মৃগয়ায়।