উঠানে রণপা জোড়া আকুল  মচ্ছবের বহুরূপী সাজে...
চল যাই শালিক সন্ধানে,শালিধান। ভোর ভোর বকের সারি
ভাঁপাপিঠের  গোকুলগন্ধ। ফুটোফাটা খেত থেকে
ভুঁইকুমড়োর আলসে গড়াগড়ি।
খেজুর বন,  জিরেন রস এবার
পেড়ে নেওয়ার পালা

ওই এক জন্মেই  দেখার যা
পরবর্তীতে পরাশ্রয়ী দৃশ্য বলে কিছু নেই আর
মহাশূন্যের প্রগাঢ় আঁধার
এই শূন্যতার নাম কোনো শূন্যতাও নয়!
………………………………