ঝুরো গাঁদা থেকে পা তুলে নেয় মৌমাছি
ভগ্নাংশে সুখ কুড়িয়ে নেওয়ার পর ভালোবাসার সাঁকো
বাঁধতে চায় না কিছু অর্বাচীন
প্রথাগত বিশ্বাস নিঃশ্বাসের মত বদলায়
রঙ-হারানো চাদরের সুতোর তন্তু আলগা হতে থাকে

হারায়  
মেয়াদোত্তীর্ণ ওষুধের গন্ধ …
বোধশূন্য বিবেক নিয়ে  হারায় রোজ কত ব্রাত্যজন!

.............