জল সেচে ধুয়ে দিই ব্রতচারিনী উঠান, কারো পা পড়বে এই আশায় কোনদিন
অবশেষে এল অগণন স্নান-ফেরতা সাদা কাপড়ে পূণ্যার্থী ...
কেউ ফিরেও দেখল না,
ধীর লয়ে মিলিয়ে গেল ব্যাক উইডো মাকড়সার অন্ধকারে,
নেভি ব্লু কুয়াশায়
দুর থেকে দূর... চেয়ে রইলাম না-দেখার মত করে