১
পথ,অম্লমধুর
দেহাতের করমচা বন
রসে টইটুম্বুর
২
তার সর্বনাশে
আমার কী বা যায় আসে
বেহায়া নাগর।
৩
বাঁচি কি করে?
বিপুলা জলের তোড়ে
আয় খড়কুটো হই।
৪
ভুল রাস্তায় হেঁটে
শহর চিনেছি, তোমায়
একটি ভুলের পর।
৫
সাক্ষীবট হয়ে
গৃহদাহের আঙ্গিনায়
প্রেমে ছাও দিলে।
৬
যুযুধান দুই
বিপরীত চোখের পালক
উৎকন্ঠা মনিতে...
৭
বিকলাঙ্গ পা
সরাতে পারে একা?
জমা ক্লেদ সকল
৮
গুম হওয়া চাবি
ফিরে এলে তালার প্রেম
জট পাকাও কেন?
৯
অমন পাতকী
লঘু গুরু জ্ঞান নেই যার
হবেই ছারখার
১০
বোতাম হারালে
জামা বাতিল, দাম্পত্যে
বিশ্বাস হারালে?