কমলা-কোয়া হাতে আয়েশের গল্প-মাখা উঠান,রোয়াক
খুব চেষ্টা করেও খুঁজে পাই না বরং —কানামাছি খেলার জায়গায়
এখন কার পার্কিংলট!
তারপরও গল্প পাচ্ছে আমার
গল্প পায় দারুণ দ্বিধায়
চিবোতে পারিনা আর গিলে ফেলি সমস্ত কথা
শব্দও অঙ্গার
পেটের ভেতর গিয়ে সব ফতুর দাহে
তুমি কি জানো
তুমিও সেভাবে খাক্,পোড়া দেখ না
নিজেকে ?