১)
রূপকথা হয় নাকি? রূপকথার বাহান্ন মোড়কে সত্যি কথাই তো সব।
যেহেতু কল্পনাও নেই তাই সুতরাং বলে ভাবতে শুরু করি।
জীবনটা যদি এভাবে সাজানো যেত কিংবা ওভাবে..
সংগ্রাহকের মত নিঃস্ব হয়ে খুঁজি
পুরনো পাপড়ি গোলাপ সরিয়ে
দেখি রক্তের টিপ
তুমি আছ এই প্রমাণের মত।
২)
রূপকথা আর নয়, সত্য ও বাস্তবতার গল্পেই থেকে যাওয়া ভালো।
টেনে টেনে
কতদূর বা যাব
ঐকান্তিকের মত
ঘানির শেকল
পা যতবার ছুঁয়ে যাবে, মাটিও ঘাস ততদূর...