বুঝি- হত্যা, মৃত্যু ও খুনীরা এখনও একই ফ্রেস্‌কো'য় রয়েছে।
ফুলের বোকে’তে  লুকিয়ে আসা সাপ ভেবে
ডাস্টবিনে ছুঁড়ে ফেলি তন্বী গোলাপ
অনাথ হয়ে পড়ে থাকা জন্মদিন-
একাই থাকে, যোগে বা দূর্যোগে!

ফরিয়াদ নিয়ে কোথায় যাই?

আয়নার সামনে নতুন ঘর হয়েছে আমার।
ভয় ও সন্দিগ্ধ থাকার পরিণামে সহজে ঘুম না -আসা চোখ
স্বপ্নের তন্তুতে বর্শা বিঁধিয়ে রাখে
অহেতুক দূর্ঘটনা এড়াতে

সাবধানের মার নেই
আলোয় যে মিত্র,অন্ধকারে সেই-ই প্রবল শত্রুর তর্জমা!

................................................