স্মৃতিকথা কে পড়ে?
স্মৃতি বুকে চাপানো এক পাষাণ
নীচে বাতাস নেই, শব্দ নেই...যাতায়াতও
মূক হয়ে থাকা আর কতদিন ?
শব্দের অপিনিহিতি খোঁজে
ভাষার সরলতা থেমে থাকে না
জীবন এক চপল আনন্দ,না এলেও পেতে চাই
কিছুটা হলেও
তার কথা মনে পড়লে ভাববো কাগজফুল…
ফিরে তাকাবো না আর