বৃষ্টি ভাবাও কঠিন মনে হচ্ছে গরম জলের ফোঁটাগুলি...
ফিরে যাওয়া কঠিন আজ
প্রথম বান্ধব দোলে
পুরনো ফাগের রঙ ... ধুয়ে মুছে অতীত এখন
চরণামৃত গেলাচ্ছে হররোজ
ফিরে যাওয়া কঠিন
শৈশবের উত্তরপত্রে
যেখানে ডিম পেড়ে গেছে অনভিজ্ঞ হাঁসেরা
অবচেতন মনে পড়ে থাকি,মূর্খের স্বর্গে
অনন্ত গ্রীষ্মের জ্বালা নিয়ে চোখেমুখে ...