অনুশোচনার মত পার করে ফেলেছ পুরনো বছর,
ভেতরের আইহোলে চোখ রেখে রেখে চেনা মুখের নিষিদ্ধ স্পর্শকাতরতা
দ্বিতীয় কোনো সংক্রমণ চাই না, অসুখও না
নিরাময় পেলে উড়িয়ে দিই মুখোশ...
আজলার নীলে তুলে দিই আকাশের মুখ
ছোঁয়াচে ছোঁয়াচ বাঁচিয়ে নয়, যাযাবরী ছোঁয়ায়
তুমুল তুখোড় হোক মানবতার ব্যাধি
একুশে চাই রোগ ও সন্ত্রাসের মুক্তি,
বর্ষশেষের রাতে
এভাবেও না –চাই সমবেত প্রার্থনা
পৃথিবী আমাদের
সবদিন ভালো থেকো
সবদিন ভালো রেখো আমাদের সকলকে।
(শুভ ২০২১, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবাইকে)