একটি ভুলে যাওয়া রূপকথা থেকে ফের জেগে উঠে অচিন দেশ, যুবাপুরুষ রাজকুমার
বাদামকাঠের ভেলা...
হাজার বছরের একটি ভ্রমর যেন গোপন বার্তা, কৌটো খুলে এসে বসে
শ্বেতপাথরের ছাতিতে।
পুরনো নাগরা জুতোয় সোপান ভেঙে ভেঙে ...
চলে যাওয়া কি খুব সহজ?
নয় বলেই তো শুকিয়ে যাওয়া নটেগাছটির গোড়ায়
অল্প জল দিয়ে দিয়ে সতেজ রাখি এখনও,
গল্পের মোহ কাটাতে পারি নি যে
গল্প আজীবন নির্দিষ্ট খামার,যৌথ রজনীর সুবাসিত গল্পে
মনেহয় এইমাত্র ছুঁয়েছি গতকাল
তোমার আমার।
............