অন্য গোলার্ধেও শীতকাল জানি... অথচ অপার রহস্যে ঘেরা
তার কিছুই জানা হয় নি।
কমলার কোয়ায় খন্ড খন্ড শীতলতা ভাঙি।
দেখার দূরত্বে হেসে উঠে ক্রিসেনথিমাম ...
একটি জীবন প্রায় কিছুই খুঁজলাম না
একটি জীবন জুড়ে
একপ্রকার চাওয়া বলতে
আমার সন্তান
যেন চাপা পড়ে না যায়
মোবাইল-ল্যাপটপ কিংবা
ভারি ভারি প্রাযুক্তিকবিদ্যার বহরে...