যতক্ষন শ্বাস ,ততক্ষণ জীবনের গর্ভে সৃষ্টি চলবেই ...
পায়রাজুঁটি ছাদের আলসেতে,
দিগন্তজোড়া হাইওয়ে ও কৃষ্ণচূড়ার মিলনদৃশ্যে বাধ সাধে লেভেল ক্রশিং
আয়ত কাঁচের ওপারে সুদৃশ্য লাইলাক,
বনটিয়ের ঝাঁক
বন্ধ্যা পেয়ারাগাছটায় ফুল এসেছে
মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে প্রকৃতি সুস্বাস্থ্যে ঝলমল
এটাও পরিযায়ী ছবি
অনুভবের পরতে ধরা থাকবে অনেকদিন
বিকেল যেমন জানে একা দেউলের গায়ে গায়ে ঘোরে জনশ্রুতি।
............