যতটুকু রঙ ঢেলেছ, তাতেই এঁকেছি ফুলকারি ...

সহজ নয় বড়
দু'হাতে সরিয়েছি কৃষ্ণবর্ণের মাটি-
যদি উঠে আসে কুয়োর ভিত,
ভৌমজল

সহজ নয় বড়
দুধসাদা রুমালে ঘর গুনে গুনে
ক্রশ স্টিচে ফুলপাতা ফুটিয়ে তোলা

সহজ নয় বড়
একই সুতোয় দুটি মন বেঁধে
ঘনিষ্ঠ সম্পর্কের আওতায় ফেলা।