দেখার চেয়ে বোঝা কম।
যতদূর দেখা যায় তার বেশিও একটুও দেখতে শেখে না কেউ
সবাই নিজের সীমাবদ্ধতার কাছে হার মেনে নেয়
               আর
তাই-ই হয়ে যায় তার ভবিতব্যের ঠিকানা।

ভাবলেশহীন খাঁচাঘর
একসময় সাক্ষী থাকে স্কোয়ার ফুটের আকাশ ও একলা চেয়ার।

এই অপরাহ্ন,এই বিকেল
দিনান্তের শেষ রশ্মিজাল বিছিয়ে দেয়
শক্তখোলের দেয়ালে।
একে ভাঙতে গিয়েই আহত হলে তুমিও।