একদিন হাপরের আগুনে
না-গলা লোহাও যায় গলে গলে …

একদিন না-বলা কথারাও  
কোঁচড় মধ্যে ফুলে ওঠা
ডুমুরের মত প্রকাশ পায়

একদিন পুরনো কন্ঠহার  
শরীরে থেকে থেকেই ধাতুধর্ম হারায়,
নীল দাগের বিষ রেখে যায় গলায়।

একদিন আচমকাই আসে ভয়
দিন গোনার কথা
সমুদয় কেশ শুভ্র হয়ে গেলে ...

একদিন যাদের জন্য ত্যাগ স্বীকার,
তারাই কেড়ে নেবে বাঁচার অধিকার,জবরদখলে!