একাকীত্বের ফরমান দূরত্বকে ছোঁয়ার কথা বলে
খুব ভাবি আজকাল
ভাবতে ভাবতেই বেলা কাটে ...দিন
বছর গড়িয়ে শেষে শীতকাল

চালের গুঁড়ি কুটে রাখা
যত্ন করে নতুন হাঁড়িতে

ন্যাতানো খড়ের সাথে জালকাঠি
মিশিয়ে
আরেকটু আগুন
উস্কে দিলেই
জমে উঠে ক্যাম্পফায়ার

আগুনও তো দূরত্বের মতই...
কেবলি ছোঁয়ার বাসনা