যে কোনো মরশুমি বৃষ্টির পর রচিত হয় ফাগুন-
আগুন পাশে নিয়ে একে অন্যের বিরহবেলায় ঢুকে পড়ে
উপভোগ করছি ফার্নেসের গোপন তাপ...
বৃষ্টিধোয়া বড় নরম মাটি আমার।
একাকীত্বে শুধু তোমার তোমাকেই বসাই সুঠাম
পাইনকান্ডের মত...
তুমিও সে আয়োজন
পূর্ণ কর অতি সহজেই।