ভালোবাসা আমায় সবই দেয় দূর থেকে,
দু-কাপ চায়ের উষ্ণতা নিয়ে আমি একা, গোলাপকাঠের দু-মুখো টেবিলে
উপভোগ করছি  পূর্ণিমার খৈয়ামি রুবাই

এই সলিচিউড ধরে রাখি বলেই না তুমি।
একাকীত্ব না থাকলে তুমিও নেই বশে।

............