তারার আলতানিক ক্রমশঃ ফুটে উঠেছে কালপুরুষের কোমরবন্ধে
শৃঙ্খলিত যুগ্ম সফরে চার চাকার বিশিষ্ট গাড়িরা... সোনালী চতুর্ভূজে
আরো একটা রাত
স্বপ্নরঙের স্পর্ধায়
দিনের বাঁশপেটা খাওয়া কুকুর দু'টো গলির রাজত্ব করে তখন।
ব্লাইন্ডলেনে দাঁড়িয়ে যায় রহস্যময় ছায়ার ভেতর উপছায়ারা,
দাঁড়িয়ে থাকে এক পৃথিবীর গল্প...
----------------------