এক ও একের যোগফলে দোতারা
বাউন্ডুলে বাউল ভুলে যায় সেটা
ব্রাত্য তখন আছোঁয়া গুমর

যত পোড়ে , মজবুত তত মৃৎপাত্রের কাঠিন্য
সমস্ত জিজ্ঞাসা পড়ে থাকে শূন্যের  তলানিতে গিয়ে
ডমরুর মত বাজে..
সমস্ত উত্তর তখনও তারই হাতে

নিরালা  শুধু বেজে যায় কালের মন্দিরা।

..................