অতঃপর
জুলাইয়ের বৃষ্টির সুগম হল পথ
চাবুকের মত পার্বত্য দাগে ...
আষাঢ়ের গল্পকথায় নেমে আসে পাহাড়-ধোয়া আদিম জলের স্রোত,
বাসস্থান উপচে পড়া
এই বহতা জলে ঘূর্ণিপাক খায়
শহরের অবিমৃশ্যকারিতা,
ব্যাধি ও দূর্বলতা
সমগ্র বাক্-বিতন্ডার শেষে পড়ে থাকে পেছনে এক মুগ্ধ জগৎ
মোহ ও মৃত্যু আবেশে