অতঃপর বিষয়টিও ঘুরপাক খেতে থাকল
রাতের বাতাসের মত
এত বড় নক্ষত্রখচিত দারুব্রহ্ম আকাশ, অথচ কি যেন নেই নেই
কি যেন হারিয়ে গেল বহুদুর
মায়ের ঘ্রাণ,স্পর্শ
সেই বেদনা আমায় কষাঘাত করছে
আমার কাছে থেকেও
আমি নেই,আমি নেই
আগামীর দিকে যেতে মন চায় না,চাইছে না
গতকালের চেয়েও আজ বড় কষ্টের।
(গত ২৯ শে জুন শনিবার মা'কে হারালাম)