বারো ঘর এক উঠানের তুমিই সম্ভবত শেষ পর্যটক
হার্দিক অবসাদ নিয়ে বিকেল গোনার চেষ্টায় সাদা হয়ে যাচ্ছি ক্রমশঃ
সংকীর্ণ বারান্দাটা যেন এক থামার পরিধি
ঈশ্বরহীন পড়ে আছে সাদা দেউল-
প্রথম সন্ধ্যেতেই চামচিকে ওড়ে,হিংসার নখে ছিন্ন করে
ছন্দ ঋক সব!
মন চাইছে আজ রাতেই তুষারপাত হোক্
বরফ পড়বে বলে বোজানো সব জানলাই ছইয়ের মত ভিজে
কাঞ্চন গাছটার মত ঝাপসা পৃথিবী, ডানপক্ষ অবশ নিয়ে
গোঙায় যন্ত্রণায়, এ মুহুর্ত্তে সাজিয়ে তোলা আগুনই
ঈষৎ জাদুকর...আর তুমি ।
...........................