বিকেলের সব ঝিঁঝিঁ নেশা করে পড়ে আছে একা
সন্ধ্যায় তাই বদলে যাওয়া পৃথিবী দেখতে পাও তুমি
দেখো আর আশ্চর্য করে তোলো এই রিক্তকাল
তিক্ত আঁধারে খোঁজবাতি জ্বেলে দেখে নাও
গোলাঘর সুখী আড়তের ধান নিয়ে,কুনকে-ভরা ফসলে তুষ্ট খামারলক্ষ্মী
লেনদেনে বৃদ্ধি ও আয় বৈধ।
তবু যেন নিষাদের মত সুর কাটে,ছবি কাটে নিসর্গে
চারপাশে কারা
আতঙ্ক ছড়ায় বাঁক থেকে বাঁকে…গ্রহের সুষমায়
দাঁত-নখ বসায় মেপে!
...........................।