লোভী ইঁদুরের তান্ডব নষ্ট ডিমখোলার ভিতরে
মধ্যস্থতাকারী দালাল দেশীয় ষড়যন্ত্র রচনা করে মধ্যরাতকে ঘিরে
নেতার বাড়ি ও পথ আলো ঝলমলায় মধ্যরাতে।
মধ্যরাতেই রাতজাগা ক্যামোফ্লেজে
সীমান্ত প্রহরায় জোয়ান ভাইয়েরা আমার।
এক ভারতবর্ষ ঘুম নেমে আসে
চোখের পাতায়,
ঘুমিয়ে পড়ি
রাত অগভীর হওয়ার আগেই।
তারার তেলেসমাতি,
সাত ভাই চম্পা-পারুল বোনের দেশে
কত না জোনাক জ্বলে তখন!