আসন্ন অমাবস্যার জন্য চাঁদকে নীল ঘুম পাড়িয়ে কালোমেঘের শূন্যযাত্রা ইথারে...
জ্যোৎস্না হারিয়ে সর্ষে দানার মত গড়িয়ে যায় ফালি চাঁদ
আকাশে সসংকোচে লেগে থাকে এই পরিহারের কথা।
শুধু তারাদেরই সাহচর্য্য দিতে দেখি-
দেখি মাছের চোখ, ঘড়ির কাঁটাও
নির্বিকারভাবে সন্তরণশীল
একই পুনরাবৃত্তি চলে জগতের অসীমে ...
কিছু হারিয়ে উতলাপন তো শুধু তোমার -আমার
কিছুতেই সরে না কেন
পোড়া মন থেকে এই মায়া
ভেবে অবাক হই মাঝে মাঝে