রহস্যময় অক্টোবরের রাত…
গুমরাহী আলো ঢেকে দিল
অন্ধকার চতুষ্কোণ ,
এই মিথময়তা থেকে
সে আমায় ডেকে নিয়ে যায়
মাঠময় ফসলের ভেতর,
শস্য উৎপাটনের দেবতা
তার কন্ঠস্বর শোনায় উপমার চাইতেও ভারি!
সে আমাকে টেনে নিয়ে যায় দূরগ্রহের পরিক্রমায়,
বড় নিয়ন্ত্রিত এ যাতায়াত!
দীর্ঘশ্বাসের ভেতর কোজাগরী
সমস্ত আলিঙ্গন
সাক্ষী রাখে গোটা মহাদেশ।
..............................