অ' য়ে অবিমৃশ্যকারিতা দোষ
লেগে রয়েছে ত্র্যহস্পর্শের মতন আমাদের ।
ক' য়ে কালো পিঁপড়ে অচেতন
পরিত্যক্ত দইয়ের ভাঁড়ে।
শব্দের ঢেউ ভাঙছে কারা? দূর্বিনীত?
আমি না তুমি? কে কার মৃত্যু?
কারক-বিভক্তি লোপ পেয়েছে,
অকর্মকের সকর্মক ভান।
অপদার্থের,সংস্কৃতি সামনে না গিয়ে পিছনে হাঁটছে।
এই উদন্ড লোপ থেকে কিছু কি শেখার আছে?
এই বর্ণপরিচয়
এই উত্তরাধিকার,
এই আলো
পাবে কি ভাবী প্রজন্ম আরবার ?