এবং খুব রাত্রি হলে
এইখানে গা ছমছম অন্ধকার ছিল ভাবতে ভালো লাগে
আর সকাল হলেই সব ভ্যানিশ
মাধ্যমহীন শূন্যের শব্দ-সঞ্চালনে
পুরনো পাতার মত আবেগের জল খসে পড়ে।
স্বপ্ন গলিয়ে বসতালির দু একটা জানলা
এমনিই খুলে যায়,পাখিই ভোরবার্তা
তারপরও কিছু কিন্তু ও অথবা পড়ে রইল
পাঁচিলে আটকে রইল
ভেজা সাপের শরীর
আর মধ্যরাতের কান্নার ঘুঙুর
উজালায় যেতেই উড়ে গেল সব