প্রতিকার শুধু একটা শব্দ না
বহু শব্দের সমাহার ...
আজ পুড়ছে আমাজন
কাল কি তবে চিলাপোতার অরণ্য?
পরশু ভীমবৈঠকার জঙ্গল?
উচ্চকোটি গর্হিতরাই দেশ এখন
তবে এ আঁচ আমজনতা আমাদের গায়ে লাগবেই
কারণ মধ্যবিত্তের দেয়াল তেমন পুরু হয় না তবে
গরিমা ও অস্তিত্বের অহং কারে যথেষ্ট মজবুত।