যেন মরুর সুপ্রভাত
কখন উঠবে কাঠফাটা ভোর
কাগজের মত মাঠ …খারিফের জন্মদিন মনে রেখে
লাঙল এগোয় শেষমেষ
এ পোড়া গরমে আর কে ভালো আছে?
গাঙ বেয়ে ধার করে আনা ছোট্ট ডিঙিটার মত জীবন চলে
খোঁড়া অজুহাত অনেক
খোঁড়া পায়েই লাফাচ্ছে,ঘুরে ফিরে আরও কত বেফিকির কথা।
দ্বন্দ্বও মধুর হয় সংঘাতে।