১
নিত্য ক্ষৌরকর্মের মত গাছেরও
শুকনো ডালপালা ছেঁটে দিতে হয়
দ্বন্দ্ব একটা সমাস,শব্দও
মুছে দিলে আবার জুড়ে নেয়
সন্দেহ ও ভয়
সব ছেঁটে ছুটে
কলুষমুক্ত মন
রেখে যেতে হয় নির্জন সমারোহের দিকে।।
২
পাতনের ঠোঁটে দিই আংশিক গরল,
কাজলে জড়িয়ে নির্বাসন তোমার
দিতে পারি
কিন্তু কেন দেব?
........