১)
প্রাণের বন্ধু  চলে গেলে কে আর কোথায় ধরায়?
নীল আলো বে-রহম পেঁচিয়ে ধরে  আমায়
মজনু আমার ফিরল ঘরে অবশেষে
সকল গুনাহ করল কবুল মাফিনামায়।
২)
দিল দরিয়ায় ডুবছে ভাসছে আমার মন
নুহের নৌকার এই সময়ে বড় প্রয়োজন
গন্ধ মিইয়ে আসা এই রাত আতরের
ডুবিয়ে আমায় কি পেলে হে রসিকজন।