যেভাবে আছ
একা একটানা গহীন চাঁদ,
কোনো রাত্রির গায়ে হাত রেখেছ কোমল ...
কলঙ্ক আছে, আংশিক ভীরুতা,কাছে থেকেও দূরত্বের ভান
জন্মান্ধ প্রেমে।


আমি দেখেছি
শব্দহীন ঠোঁটের বাচালতা বেশি।
লুকোচুরিতে মেঘ জমলে প্রশ্রয়েই তো তার কাঁপন ...
অথচ কি শান্ত রেখেছ মুখ,জলশূন্য তিতিরের মত,
ভালোলাগাটাই  অমন।

...............................