১)
প্রথম সন্ধ্যেতেই ঘন নীল সর পড়ে,
চোখে ধুলোর রজঃ
ঘরমুখো হবার চাঞ্চল্যে সমগ্র রাস্তা বেসামাল,
উড়ালপথ ছুটছে
গায়ে গায়ে ঘাম- নিয়নে সবই নীল
অটো,ওলা-উবের,দ্রুত পালসার
কাউকে আটকানোর দম নেই,সব জলের মত মেট্রো'তে

বিব্রত ম্যারাথন শেষ হলে দরজার কাছাকাছি এসে পড়ি

দূষণ পায় আমার  খুব তখন

যেটুকু এলাম প্রদূষিত পথ, স্নানের পর আমাদেরই হাত আছে
বলতে লজ্জা করে ?

২)

মারিয়ানা খাত বুকে নিয়ে এক যুগের উপর চলছে
যন্ত্রণা পর্ব লিখতে লিখতে বয়স বেড়ে গেল
তোমার -আমার
যেখানে যতটুকু লজ্জার ঘোর ছিল
শোক ততোধিক,
চাপা আছে এই ভালো
থাক্‌ আশ্বিনের মোড়কে সব
চোখের স্বপ্নপ্রলেপ দিয়ে রাখি সেসবের ওপরে