দু'টো পৃষ্ঠা জোড়া লেগে যাওয়া উপন্যাসও
পড়ে ফেলা যায়
জোড়াতালি দিয়ে
কিন্তু জীবন........?
কিছু ডটের থেকে খানিকটা দুরে প্রশ্নচিহ্ন রেখেছি
কারণ দুরত্ব ও চুম্বক আকর্ষণ বাড়ায়
তুরীয় পর্যায়ে আগুন জ্বালে
মানুষ-মানুষীতে।
বৈধতা ছাড়াও ছাড়পত্র মেলে তখন।