১)
যথাবিধি আলপনায় ভরে ওঠে কোজাগরী উঠান
যে জোৎস্নারাতে ঘরছাড়া হয়েছিল রাজকুমার,  তারই পিছু নিতে নিতে
গুটিকয়েক শাল,সেগুন ফারের জঙ্গল
বেঁচে আছে এখনও
গাছেরাও ঈশ্বরপ্রেমী হয়, মূক তাদের ভালোবাসাকে  
ডালপালা হয়ে যেতে দেখি
দুরতায়া নিশিতে......

২)
ডুবোপাহাড়ের মত এগিয়ে আসে কালো সন্ধ্যের সাথে সেরেলিয়ান ব্লু  
মিলেমিশে একসাথে নোঙর ফেলে...,কি নরম কি দিলদার  
করাঙ্গুলে জড়িয়ে যায়
এক পিঠ খোলাচুল অন্ধকার।
কাঁচের দু"পাশে দু'রকম দেখায় আলো
কাছ-ঘেষা মানুষের দ্বিচারিতার মত

...........................